কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন
মিথ্যার বেসাতি করছেন দিদি, ববিরা, মানুষ বিশ্বাস করে না: দিলীপ ঘোষ

শরণানন্দ দাস, কলকাতা: একুশের নির্বাচনের আগে গেরুয়া শিবিরের সঙ্গে পাল্লা দিয়ে তৃণমূল কংগ্রেস খুলেছে নতুন ওয়েবসাইট ‘ বিজেপি থেকে নিজেকে সুরক্ষিত রাখুন।’ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেছেন এই গ্রুপে যুক্ত হয়ে সুরক্ষিত ৫ লক্ষের বেশি মানুষ। এ প্রসঙ্গে পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি তোপ লাগেন ‘ মিথ্যার বেসাতি করছেন দিদি, ববিরা।’
তৃণমূলের তরফে বলা হয়েছে যেমন ধরুন ওয়েব সাইটে প্রশ্ন ‘ আপনি কি ঘৃণার বিরুদ্ধে?’ আপনি হ্যাঁ ক্লিক করলেই সুরক্ষিত হয়ে গেলেন। লিঙ্ক টি আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুকে ও টুইটারে শেয়ার করতে পারবেন। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সরাসরি ফিরহাদ হাকিমকে আক্রমণ শানান। তিনি বলেন, ‘ এসব মিথ্যার বেসাতি। মানুষের বিশ্বাস এভাবে অর্জন করা যায় না। ওঁরা মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। তাই এই ধরনের চমক তৈরির চেষ্টা। শুরুর সঙ্গে সঙ্গে ৫ লাখ মানুষ সুরক্ষিত! মানে কি? কে গুণে দেখলো?’
তিনি আরও বলেন, ‘ মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করেই জানেন মানুষ আর ওঁকে বিশ্বাস করে না। ববি হাকিমদের মতো দু একজন ছাড়া কেউ ওঁর পাশে নেই। এই সত্যিটা বুঝেও বুঝতে চাইছেন না দিদি।’