মেদিনীপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন দিনেন রায়

সুদর্শন বেরা ,পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার পৌরসভা গুলির মধ্যে অন্যতম হল মেদিনীপুর পৌরসভা। ২৫ টি ওয়ার্ড বিশিষ্ট মেদিনীপুর পৌরসভার ২০১৮ সালের শেষ হওয়ার পর নির্বাচন না হওয়ায় মেদিনীপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মেদিনীপুর সদর মহকুমার মহকুমা শাসক দীন নারায়াণ ঘোষ। সম্প্রতি মেদিনীপুর সদর মহকুমা মহকুমা শাসক দীন নারায়ন ঘোষ কে অতিরিক্ত জেলা শাসক হিসেবে ঝাড়গ্রামে বদলি করা হয়েছে। তাই মেদিনীপুর পৌরসভার প্রশাসক পদ নিয়ম মেনে তাকে ছাড়তে হয়েছে। সেই জন্য সোমবার রাতেই রাজ্যের রনগর উন্নয়ন দপ্তর থেকে মেদিনীপুর পৌরসভার প্রশাসক হিসেবে বিধায়ক দিনেন রায় এর নাম ঘোষণা করা হয়। খড়গপুর গ্রামীন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক দিনেন রায় ।
বর্তমানে তিনি রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির চেয়ারম্যান। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের শিরোমনি অঞ্চলের আবাস এলাকার বাসিন্দা দিনেন রায় ২০১৬ সালে খড়গপুর গ্রামীন এর বিধায়ক নির্বাচিত হয়।তিনি মেদিনীপুর পৌর এলাকার ভোটার ও বাসিন্দা নয়, তা সত্ত্বেও তারওপর আস্থা রেখেছেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মেদিনীপুর পৌরসভার নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক দিনেন রায় কে বলে রাজনৈতিক মহলের অনুমান। নির্বাচন না হওয়া পর্যন্ত বিধায়ক দিনেন রায় মেদিনীপুর পৌরসভার প্রশাসক হিসেবে কাজ চালাবেন বলে রাজ্যের নগর উন্নয়ন দপ্তর সূত্রে জানা যায়। তবে প্রশাসক ছাড়া প্রশাসক বোর্ড এ অন্য কোনো সদস্যের নাম রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। বিধায়ক দিনেন রায় কবে মেদিনীপুর পৌর সভার পৌর প্রশাসকের দায়িত্ব নেবেন তা এখনো ঠিক হয়নি।