হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল উদ্ধার করে প্রাপকদের হাতে তুলে দিল দিনহাটা থানার পুলিশ

নিজস্ব সংবাদদাতা , দিনহাটা: কারও এক বছর আগে এবার কারো চার মাস এবার কারো ছয় মাস আগে বিভিন্ন ভাবে মোবাইল হারিয়ে যায়। হারিয়ে যাওয়া এমনই ৫৬টি মোবাইল উদ্ধার করে প্রকৃত প্রাপকদের হাতে তুলে দিল দিনহাটা থানার পুলিশ। পুলিশের এই উদ্যোগের প্রশংশা করেন তারা।
শনিবার দিনহাটা থানার কনফারেন্স হলে সামাজিক দূরত্ব বজায় রেখে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মোবাইল ফোন গুলি তাদের হাতে তুলে দেওয়া হয়।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কে কান্নান, দিনহাটা এসডিপিও মানবেন্দ্র দাস, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত প্রমুখ। এদিন জেলা পুলিশ সুপারকে মহকুমা পুলিশ আধিকারিক পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান।
এদিকে হারিয়ে যাওয়া ফোন পেয়ে খুশি প্রাপকরা।প্রাপকদের অর্পিতা রায় বলেন তার চার মাস আগে মোবাইল হারিয়ে যায়। তারপর পুলিশের কাছে অভিযোগ জানাই। পুলিশি তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে বেশ ভালো লাগছে। ” আরেক প্রাপক গোবিন্দ দাস বলেন , “প্রায় এক বছর আগে ভেটাগুড়ি বাজারে তার মোবাইল হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। এরপরে পুলিশের কাছে মোবাইলের বিস্তারিত বিবরণ দিয়ে লিখিত অভিযোগ জানাই। প্রায় এক বছর পর সেই মোবাইল ফিরে পাবো ভাবতেই পারছিনা। ” প্রাপকদের হনুমান রাঠি, বাবু হকরা জানান, ‘হারিয়ে যাওয়া সেই ফোন ফিরে পাওয়ার আশা তারা ছেড়ে দিয়েছিলেন।কিন্তু দিনহাটা থানার পুলিশের তৎপরতায় তা ফিরে পেয়ে বেশ ভালো লাগছে। তারা পুলিশ কেও তাদের কাজের জন্য কৃতজ্ঞতা জানান। ‘
এদিনের এই অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার কে কান্নান বলেন,”মোবাইল হারিয়ে যাওয়া থেকে শুরু করে যে কোন সমস্যায় পড়লে সাথে সাথে পুলিশকে জানান। কোচবিহার জেলা পুলিশ আপনাদের সাথে রয়েছে। ” পাশাপাশি তিনি সাধারণ মানুষের সাথে সম্পর্ককে আরো সুন্দর করে তুলতে এ ধরনের অনুষ্ঠানের কথা তুলে ধরেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় কোন কিছু পোস্ট করতে গেলে সকলকে সাবধানের সাথে ব্যবহার করার জন্য কার্যত সতর্ক করে দেন।’
দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত জানান তারা ইতিপূর্বে ৪০ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রাপকদের হাতে তুলে দিয়েছিলেন। ফের আরও ৫৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যেগুলি এক বছর কিংবা কয়েক মাস আগে হারিয়েছে। অনেকেই হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাবেন কিনা হাল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু পুলিশ বিভিন্ন ভাবে চেষ্টা করে এই ফোন গুলি উদ্ধার করেন।
মহকুমা পুলিশ আধিকারিক মানবেন্দ্র দাস বলেন,” অনেকেরই ফোন বিভিন্ন সময় হারিয়ে গিয়েছে। তারা পুলিশের কাছে অভিযোগ করেছে।পুলিশ বিভিন্ন কাজের মধ্যেও হারিয়ে যাওয়া মোবাইল গুলি নানাভাবে ট্রাকিং করে উদ্ধার করে।
এদিন জেলা পুলিশ সুপার ওই অনুষ্ঠানে মহকুমা পুলিশ আধিকারিক ও দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত সহ তার টিম কে এই কাজের জন্য বিশেষভাবে উৎসাহিত করেন।