যুগশঙ্খ ডিজিটাল ডেস্কঃ আজ ২৭ এ পা দিলেন ভারতের গোল্ডেন গার্ল দীপা কর্মকার ৷ ত্রিপুরার আগরতলার দীপা অলিম্পিক্সে জিমন্যাস্টিক ইভেন্টে চতুর্থ হয়েছিলেন৷ সারা দেশকে তিনি যে গর্বের জায়গায় পৌঁছে দিয়েছিলেন তা আজও সকলের মনে অম্লান৷
দীপার জন্মদিনে বহু মানুষই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তাঁর মধ্যে সবচেয়ে স্পেশাল সচিনের শুভেচ্ছা৷ মাস্টারব্লাস্টার দীপার সঙ্গে একই স্টেজে বসে থাকা একটি ছবি শেয়ার করেছেন৷ তার সঙ্গে দিয়েছেন নিজের শুভেচ্ছাবার্তা৷
মাত্র ৬ বছর বয়সে জিমন্যাস্টিকেই নিজেকে ডুবিয়ে দেন৷ দীপা কর্মকারের কোচ বিশ্বেশ্বর নন্দী তাঁকে ধীরে ধীরে গড়ে তোলেন৷ ২০১৪ -তে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জেতেন দীপা৷ তিনিই প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে কমনওয়েলথ গেমসে পদক জয়ের ইতিহাস তৈরি করেন৷ ২০১০-র সন্তোষ কুমারের পর তিনি কমনওয়েলেথ পদক জিতেছিলেন। এছাড়াও মারণ-ভল্ট প্রাদুনোভা, বিখ্যাত রাশিয়ান জিমন্যাস্ট ইয়েলেনা প্রাদুনোভার নামানুসারে বিখ্যাত প্রাদুনোভা ভল্ট দিয়েও তিনি জিতেছিলেন সম্মাণ। দীপার কাছে প্রাদুনোভা একটি স্বপ্নের ভল্ট।
২০১৫ তে দীপা কর্মকার প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ -র ফাইনাল রাউন্ডে পৌঁছেছিলেন৷ দীপা কর্মকার ২০১৬ তে অলিম্পিক্সে -র জিমন্যাস্টিকের মূল পর্বে ওঠেন৷ ভারতের ৫২ বছরের ইতিহাসে যা প্রথম ছিল৷