বিপর্যস্ত অসম, বন্যায় প্রাণহানি ৮ জনের, ক্ষতির মুখে ৪ লক্ষ মানুষ

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: অবিরাম বৃষ্টির জেরে বিপর্যস্ত অসম। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৮ জনের প্রাণহানি ঘটেছে। ক্ষতির মুখে প্রায় ৪ লক্ষ মানুষ। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কাছাড় জেলা। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফ থেকে এক বুলেটিনে জানানো হয়েছে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ক্ষতির মুখে রয়েছে ৪০,৩৩৫২। এদের মধ্যে ৩৯৫৫৮ জন মানুষকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৭৪৯ শিশু। ১৭৮ ত্রাণ শিবির খোলা হয়েছে।
এএসডিএম-এর রিপোর্ট অনুযায়ী মৃতের সংখ্যা ৮ জন। নগাঁও জেলায় একজন নিখোঁজের খবর পাওয়া গিয়েছে।
ডিমা হাসাও, হোজাই, কাছাড় ও বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্য সচিব একটি রিভিউ বৈঠক করেন।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে বরাক উপত্যকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা পুনুরুদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।