
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার থেকেই মেট্রোয় ই- পাসে মহিলা ও শিশুদের জন্য কিছুটা ছাড় দিলেন কর্তৃপক্ষ। মেট্রো রেলের তরফে বিঞ্জপ্তি জারি করে বলা হয়েছে সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মহিলা ও ১৫ বছরের কম বয়সী শিশুদের ই পাস লাগবে না। শুধু স্মার্ট কার্ড দেখালেই চলবে। শিশুদের বয়সের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।
আরও পড়ুন: বড়সড় ধাক্কা, ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের ১০ বছরের সাজা ঘোষণা পাক আদালতের
প্রসঙ্গত, এর আগে প্রবীন নাগরিকদের জন্য এই সুবিধা দেওয়া হয়েছিল। মেট্রো সূত্রে খবর, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মেট্রো পরিষেবা। কোভিড বিধি মেনেই আগের চেয়ে অনেক বেশি যাত্রী যাতায়াত করছেন। ফলে ধীরে ধীরে স্লট বুকিং তুলে দেওয়ার ভাবনায় মেট্রো রেল। যাত্রীদের সুবিধার্থে বেড়েছে ট্রেনের সংখ্যা, বেড়েছে সময়সীমাও। এখন অফিস টাইমে মিলছে অতিরিক্ত মেট্রো। এই সময়ে ৭ মিনিট অন্তর মেট্রো চলছে। সারাদিনে ১৯০ টি মেট্রো চলছে।