শিবসেনা পার্টির উদ্যোগে হিন্দুত্বের সংস্কৃতি নিয়ে আলোচনা বলাগড় বিধানসভার গোপালপুর অঞ্চলে

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: হুগলি জেলা শিবসেনা পার্টির উদ্যোগে হিন্দুত্বের সংস্কৃতি নিয়ে এক আলোচনা সভার আয়োজন করল রবিবার বলাগড় বিধানসভার গোপালপুর অঞ্চলের গোপালপুর ডিভিসি লক গেটের সামনে। উল্লেখ করা যায় এর আগেও জেলা পার্টির উদ্যোগে বিভিন্ন স্থানে কর্মসূচি নিতে দেখা গিয়েছিল। আগামী বিধানসভা নির্বাচন হতে আর বেশি দেরি নেই। সমস্ত রাজনৈতিক দলই ২১ সালের নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে। শিবসেনার পক্ষ থেকে আজকের এই হিন্দুত্বের সংস্কৃতি নিয়ে পর্যালোচনা রাজনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে হুগলি জেলার রাজনৈতিক মহল।
হুগলি জেলার শিবসেনা পার্টির সভাপতি বিশ্বরূপ চৌধুরী বলেন কেবল ভোট এলেই দল মাঠে থাকে তা নয়, দলের নীতি আদর্শ অনুযায়ী সারা বছরই কোনো না কোনো কর্মসূচি নিয়ে থাকে শিবসেনা পার্টি, কর্মসূচি আছে বলেই দিন যত যাচ্ছে প্রসারও বাড়ছে, আজকের যে আলোচনা সভা হিন্দু সমাজের আদর্শের প্রতি দল দায়বদ্ধ আছে বলেই মানুষের সমাগম ঘটেছে বলে তিনি দাবি করেন। আগামী দিনে আরও কর্মসূচি নেওয়া হবে বলে তিনি জানান। এই পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন জেলার সম্পাদক পার্থ বাগচী সহ অন্যান্য নেতৃত্ব। আজকের এই আলোচনা সভাকে কেন্দ্র করে শিবসেনার পতাকা বলাগড় বিধানসভার বিভিন্ন স্থানে দেখতে পাওয়া যায়।