সরকারি নির্দেশিকা অমান্য, কোচবিহার ভবানীগঞ্জ বাজার থেকে আটক ২
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সরকারি নির্দেশিকা অমান্য করে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে খুলে রাখা দোকানে থাকা দুজন ব্যক্তিকে আটক করল কোচবিহার জেলা প্রশাসন। সরকারি নির্দেশিকা অনুসারে কোন বাজার কমপ্লেক্সে দোকান খোলা রাখা যাবে না। অথচ সেই নির্দেশ অমান্য করে বাজারের বিভিন্ন দোকান ,খোলা রয়েছে দেখে এদিন সকালে ভবানীগঞ্জ বাজারে অভিযানে যান সদর মহকুমা শাসক এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার রা। বাজারের ভিতরে একটি গহনা তৈরি দোকানের ভেতরে দোকানের ঝাঁপি নামিয়ে ৩-৪ জনকে গল্প করতে শোনেন সদর মহকুমা শাসক সঞ্জয় পাল।তৎক্ষণাৎ ছাপ উঠিয়ে তাদেরকে ভেতর থেকে বার করে নেন তিনি। এবং তাদের আটক করে রাখেন। কোনো রকম কোনো জমায়েত করা যাবে না এমনটাই নির্দেশিকা রয়েছে সরকারি তরফে কিন্তু কোচবিহারের চেহারা দেখলে অবাক হতে হয়।
কোচবিহারে জমায়েত টাই যেন একমাত্র লক্ষ্য।এদিন দফায় দফায় অভিযান করে কোচবিহার ভবানীগঞ্জ বাজারের একাধিক দোকান বন্ধ করে দেন সঞ্জয় বাবু এবং তার দল। তিনি বলেন সরকারি নির্দেশিকা অমান্য করলে এরপর বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং নির্দেশিকা মেনে বাজার এর কিছু অংশ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল,কিন্তু মানুষ যদি নিজেদের আয়ত্বের বাইরে চলে যায় তাহলে অবশ্যই প্রশাসন তার ব্যবস্থা নেবে। কারন প্রশাসনের কাছে মানুষের জীবন অধিক গুরুত্বপূর্ণ।