সন্দেশখালিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদ, আক্রান্ত এক মহিলা

পরিমল দে, বসিরহাট : বিজেপি করায় খেলার মাঠে দুই পক্ষের বিবাদকে কেন্দ্র করে তার রেশ গিয়ে পড়ে বাড়ির মহিলাদের উপর। বাড়ি-ঘর ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয় মহিলাদের। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত এক মহিলা চিকিৎসাধীন বসিরহাট জেলা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে সন্দেশখালির ন্যাজাট থানার নেজাট ঘোলা গ্রামে।
জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল নেজাট এর ঘোলা গ্রাম সংলগ্ন এলাকায়। ফুটবল মাঠের বিবাদের রেশ গিয়ে পড়ে ঘোলা গ্রামের আদিবাসী পাড়ায়। আদিবাসী পাড়ার মানিক সরদার সহ বেশ কয়েকটি বাড়িতে ভাংচুরের পাশাপাশি বোমাবাজি ও মহিলাদের উপরে নির্যাতন করার অভিযোগ উঠেছে অপর পক্ষের বিরুদ্ধে। হামলাকারীদের আক্রমণে আক্রান্ত হন মানিক সরদারের স্ত্রী। হামলার সময় তাদের বাধা দিতে গেলে মানিক সরদারের স্ত্রীকে মাটিতে ফেলে পেটে লাথি মারার কারণে গোপন অঙ্গ দিয়ে রক্তক্ষরণ অবস্থায় তাকে ভর্তি করা হয় বসিরহাট জেলা হাসপাতালে। স্থানীয়রা গৌতম মন্ডল গোবিন্দ মন্ডল সহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে মঙ্গলবার পুলিশের দ্বারস্থ হন আক্রান্তরা। বিজেপিকে সমর্থন করায় এই হামলা বলে অভিযোগ উঠেছে আক্রান্তদের পক্ষ থেকে।