নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির ভূমিকায় অসন্তুষ্ট রাজ্যপাল। একইসঙ্গে তাঁর মনে হয়েছে উপাচার্য পরিষদ যেভাবে কাজ করে চলেছে তাতে রাজভবনের অসম্মান হয়েছে। তাই ১৫ দিনের মধ্যে বৈঠকে বসতে চেয়ে চিঠি দিয়েছেন উপাচার্য পরিষদের প্রধান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাশকে। প্রসঙ্গত আগেরবার রাজ্যপালের আহ্বানে উপাচার্যদের প্রায় কেউই সাড়া দেননি। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে হিসেবে এমন অসম্মান তিনি আশা করেননি। অধ্যাপক সুরঞ্জন দাশকে লেখা চিঠিতে এপ্রসঙ্গের উল্লেখও করেছেন তিনি।
আরও পড়ুন: গৌরীবেড়িয়া সার্বজনীনে রূপোর মাস্ক পরবেন দুর্গা
এক্ষেত্রে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রসঙ্গ। তাঁর মনে হয়েছে যে ভাষায় উপাচার্য পরিষদ গোটা ঘটনার ব্যাখ্যা করেছেন তা সৌজন্য থেকে অনেক দূরে। উল্লেখ্য উপাচার্য পরিষদ এর আগে রাজ্যপালের ডাকা বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছিল, রাজ্যপাল উপাচার্যদের এভাবে বৈঠকে ডাকতে পারেন না। এই আবহে রাজ্যপালের ডাকে এবার উপাচার্যরা সাড়া দেন কি না নজর থাকবে সেদিকেই।