fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মেদিনীপুরের পালবাড়িতে আর্সেনিকাম অ্যালবাম ৩০ বিতরণ

ভাস্করব্রত পতি, তমলুক : মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী হোমিওপ্যাথিক ঔষধ আর্সেনিকাম অ্যালবাম ৩০ বিনামূল্যে এলাকাবাসীর মধ্যে বিতরণ করল মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। মেদিনীপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পালবাড়ী মা শীতলা স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় করোনা আবহে বিলি হলো বিনামূল্যে।

 

 

টিম লিডার হিসাবে ডাঃ ভোলানাথ পান্ডার নেতৃত্বে জুনিয়র ডাক্তার হিসেবে উপস্থিত ডাঃ সৌরভ চক্রবর্তী, ডাঃ ঐশ্বরিয়া সিংহ, ইন্টার্ন অনন্য সুলতানা, স্বরাজ দেব সরকার ও দেবব্রত নস্কর দুটি টিমে ভাগ হয়ে উপস্থিত জনগণের মধ্যে যেমন করোনা সচেতনতার বার্তা দেন, তেমনই ঔষধ বিলির পাশাপাশি সেবনের নিয়মকানুন বুঝিয়ে দেন।

 

 

পালবাড়ি শীতলা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এদিনের কর্মসূচির সূচনা করেন মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ শ্রীমন্ত সাহা। মোট ৫৮২ টি পরিবারের নাম তাঁদের রেজিস্টারে নথিভুক্ত করে তাঁদের হাতে ঔষধ তুলে দেন। এই পরিবারগুলির প্রায় ৩০০০ মানুষ রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিকারী হোমিওপ্যাথিক ঔষধের সেবনের সুযোগ পান এদিন।এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর সৌমেন খান, শক্তিপদ দাস অধিকারী, সুভাষ মন্ডল, গনেশ রানা, লক্ষণ সিং সহ অন্যান্য বিশিষ্ট জন।

Related Articles

Back to top button
Close