বিধায়ক শ্রীকান্ত মাহাতোর উদ্যোগে দরিদ্র গ্রামবাসীদের মধ্যে কম্বল বিতরণ

সুদর্শন বেরা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরে দরিদ্র গ্রামবাসীদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার লালগেড়িয়া অঞ্চলের কেন্দাশোল গ্রামে এই অনুষ্ঠানের মাধ্যমে এই কাজ সম্পন্ন হয়। বৃহস্পতিবার ওই গ্রামের ৩৫০ জন দরিদ্র গ্রামবাসীর হাতে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো। বিধায়কের হাত থেকে কম্বল পেয়ে খুশি এলাকার বাসিন্দারা।
বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন, ‘কারো মাধ্যমে নয় আমি গ্রামে গ্রামে গিয়ে দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। তাই বৃহস্পতিবার কেন্দাশোল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ৩৫০ জন দরিদ্র গ্রামবাসীর হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে। দরিদ্র মানুষেরা যাতে শীতের হাত থেকে রক্ষা পায় তার জন্যে এই উদ্যোগ’।
তিনি আরও বলেন, ‘শালবনি বিধানসভা এলাকার প্রতিটি গ্রামে গিয়ে দরিদ্র মানুষের হাতে তিনি কম্বল তুলে দেবেন’।
আরও পড়ুন: গুজরাটের কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ৬
এছাড়াও তিনি ওই এলাকার মানুষদের কাছ থেকে তাদের অভাব-অভিযোগের কথা শুনেন এবং তারা সরকারি সুযোগ সুবিধাগুলি পাচ্ছেন কিনা তাও তিনি তাদের কাছে জানেন ।গ্রামবাসীদের দাবিগুলি তিনি রূপায়নের করার আশ্বাস দেন। গ্রামবাসীরা বিধায়ককে কাছে পেয়ে খুব খুশি। তারা বিধায়কের পাশে রয়েছেন বলেও জানান।