নবদ্বীপ পতিতা পল্লীতে শিশু ও মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ

শ্যামলকান্তি বিশ্বাস, নবদ্বীপ: অন্যান্যবারের মতো এবারও পুজো সম্ভার নিয়ে নবদ্বীপ পতিতা পল্লীতে হাজির এলাকার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বলদেব সংঘ। নবদ্বীপ পতিতা পল্লীর প্রতিটি শিশু সহ মোট আশি জন মহিলার মধ্যে পুজো বস্ত্র সহ মিষ্টান্ন সামগ্ৰী বিতরণ করে এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি। গতকাল দুপুরে পতিতা পল্লীর আবাসিক মহিলা সহ শিশুদের উপস্থিতিতে অনাড়ম্বর পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হয়।
আরও পড়ুন:প্রয়াত ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আব্দুর রাজ্জাক মোল্লা
বললাম সংঘের কর্ণধার কিশোর কৃষ্ণ গোস্বামী, নবদ্বীপ চিন্তামণি কুঞ্জ মন্দিরের প্রধান কৃষ্ণেন্দু গোস্বামী সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী মণিকা চক্রবর্তীর উপস্থিতিতে, অনুষ্ঠানটি আয়োজনের মধ্য দিয়ে মানবিকতার দিক থেকে সমাজকে নতুন দিশা দেখাল বলে অভিমত জননেত্রী মণিকা দেবীর। তিনি আরও বলেন, করোনা আবহে লকডাউনের ফলে সমাজের পিছিয়ে পড়া বিশেষ করে সাধারণ মানুষের আয় ইনকাম অনেক কমে গেছে। এমতাবস্থায় এর প্রভাব পতিতা পল্লীতে ও পড়েছে। খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে এই পেশার সঙ্গে যুক্ত কর্মীগণ।এদের ও পরিবার পরিজন আছে, সার্বিক দিক থেকে চিন্তা ভাবনা করে এদের সাহায্যার্থে এগিয়ে আসায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বলদেব সংঘের ভূয়ষী প্রশংসা করেন জননেত্রী মণিকা দেবী।