fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

দীপাবলি উৎসব উপলক্ষে শান্তিপুরে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ

শ্যামল কান্তি বিশ্বাস, রানাঘাট: শান্তিপুরের সেবামূলক প্রতিষ্ঠান নবজাগরণ পরিবারের উদ্দোগে মা আগমেশ্বরী পূজা কমিটির ব্যাবস্থাপনা য় শান্তিপুর থানা এলাকার একাধিক গ্ৰামের দুঃস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী এলাকার জনমানসে ব্যাপক সাড়া ফেলেছে। আজ সহ বিগত কয়েকদিন যাবৎ এলাকার বাবলা,বাগ আঁচড়া,বাহাদুরপুর,গয়েশপুর,তেঘড়ি প্রভৃতি একাধিক গ্ৰামের দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে চলেছে সেবা প্রতিষ্ঠানটি।

 

শান্তিপুর শহরের অতি প্রাচীন বিগ্ৰহ,দক্ষিণা কালী মায়ের আরাধনা স্থল এই আগমেশ্বরী পূজা কমিটির উৎসব। ঐতিহ্যমন্ডিত এই পুজো উৎসব কে কেন্দ্র করে প্রতি বছর ই উদ্দোক্তাদের পক্ষ থেকে এলাকার দুঃস্থ পরিবার গুলির উদ্দেশ্যে নানা সেবামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়ে থাকে।এ বছর করোনা আবহে সমস্ত সরকারি নিয়ম বিধি মেনে শ্যামা মায়ের পুজোর আয়োজনে ব্রতী হয়েছেন উদ্দোক্তা কর্তৃপক্ষ। পুজো উৎসবকে সর্বাঙ্গ সুন্দর ও সাফল্যের লক্ষে পৌছে দিতে সেবামূলক প্রতিষ্ঠান নবজাগরণ পরিবার স্বতঃস্ফুর্ত ভাবে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়ানোয় খুশি এলাকার সর্বস্তরের মানুষ।

Related Articles

Back to top button
Close