শ্রদ্ধা ফাউন্ডেশন এর উদ্যোগে শালবনির পিরচক গ্রামে লোধা শবরদের বস্ত্র বিতরণ

সুদর্শন বেরা, পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবার মেদিনীপুর শহরের সমাজসেবী সংগঠন শ্রদ্ধা ফাউন্ডেশন এর পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার পিরচক গ্রামের লোধাশবর পরিবারগুলিকে বসিয়ে খাওয়ানোর পাশাপাশি তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় ।ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে লোধাশবর পরিবার গুলির হাতে বস্ত্র তুলে দেন সমাজসেবী গোপাল সাহা, প্রসেনজিৎ মল্লিক, সুস্মিতা পাল, সুবিরানা,মীনাক্ষী মল্লিক সহ আরো অনেকে।
শালবনি থানার পিরচকগ্রামের ১০০ জন লোধা শবর পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। মহিলাদের শাড়ি ও শিশুদের নতুন পোশাক দেওয়া হয়। সেই সঙ্গে ওই গ্রামের সমস্ত পরিবারের সকলকে দুপুরে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। ওই সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে গোপাল সাহা বলেন এভাবেই জেলার বিভিন্ন গ্রামে গিয়ে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দূর্গা পূজার আগে বস্ত্র বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আরো কয়েকটি গ্রামে তারা এই ধরনের অনুষ্ঠান করবেন বলে জানান। নতুন বস্ত্র পেয়ে খুশি পিরচক গ্রামের লোধা শবর পরিবারের সদস্যরা।