fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে দিনহাটায় দুঃস্থ-অসহায় মানুষদের বস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: বিদ্যাসাগরের ২০১তম জন্মদিবস পালন উপলক্ষে দুঃস্থ অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল। দিনহাটা শহরের স্টেশন রোড এলাকায় সিদ্ধেশ্বর সাহা এডুকেশনাল ইনস্টিটিউট এন্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে শনিবার ৩০ জনের হাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বস্ত্র তুলে দেওয়া হয়।

এদিন তাদের হাতে বস্ত্র তুলে দেওয়া ছাড়াও সংস্থার পক্ষ থেকে দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থা করা হয়। এদিন বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন শিক্ষক সিদ্ধেশ্বর সাহা ছাড়াও তার বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ধৃতিমান চৌধুরী, প্রতিক দে, সীমা দাস, রাহুল সাহা, পাপন বর্মন প্রমুখ।

এদিনের এই অনুষ্ঠানে ফাউন্ডেশনের কর্ণধার শিক্ষক সিদ্ধেশ্বর সাহা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী তুলে ধরেন। ছাত্রছাত্রীদের সামনে শিক্ষা ও সমাজ জীবনে বিদ্যাসাগরের অবদানের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি তিনি বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চিন্তা চেতনা আজও সমাজকে পথ দেখায়। তিনি শুধু সমাজ সংস্কারে ছিলেন না, তিনি ছিলেন বাংলা গদ্য সাহিত্যের পথিকৃৎ। সংস্থার উদ্যোগে দিনের এই অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

Related Articles

Back to top button
Close