পশ্চিমবঙ্গহেডলাইন
পুজোর প্রাক্কালে দুঃস্থ শিশুদের বস্ত্র দান দুই স্বেচ্ছাসেবী সংগঠনের

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: আসন্ন শারদ উৎসবের প্রাক্কালে ২৫০ জন দুঃস্থ শিশুদের হাতে বস্ত্র তুলে দিল আলিপুরদুয়ারের দুই স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার নিউ আলিপুরদুয়ারের একটি বেসরকারি স্কুল প্রাঙ্গনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা। উদ্যোক্তা আলিপুরদুয়ার গার্ডিয়ান ফোরাম ও নেতাজী কৃষ্টি সংসদের পক্ষে জ্যোতির্ময় রায় ও সুশোভন গাঙ্গুলী জানান, উৎসবের আনন্দ থেকে যাতে এই দুস্থ শিশুগুলি বঞ্চিত না হয় এবং তাদের মুখে হাসি ফুটিয়ে তোলার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ।