লক্ষ্মীপুজো উপলক্ষে হাসপাতালের রোগীদের মধ্যে বঙ্গজননী বাহিনীর জেলা সভানেত্রীর ফল বিতরণ

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর : ধনদেবী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছে সারা বাংলা। পিছিয়ে নেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীগন। সামনে ২০২১ এর বিধানসভা নির্বাচন। তার আগে প্রতিটি রাজনৈতিক দল,যে যার মতো গুটি সাজাতে প্রস্তুত। জনসংযোগ বৃদ্ধি সহ ভোটারদের নজরে পড়তে নানা ধরনের কর্মসূচি হাতে নিয়ে ময়দানে নেমে পড়েছে রাজ্য তথা জেলার তাবড় তাবড় নেতা-নেতৃগন।
যে কোন সামাজিক অনুষ্ঠান এখন নেতা-নেত্রী দের জনসংযোগ বৃদ্ধির অন্যতম হাতিয়ার,ঠিক ভাবে কাজে লাগাতে পারলেই কেল্লা ফতে। লক্ষ্মীপুজো উপলক্ষে রাজ্য বিজেপির কালচারাল সেল সল্টলেকে ধনদেবীর আরাধনায় ব্রতী হয়েছেন,পিছিয়ে নেই বিভিন্ন জেলা গুলিও। নদীয়া জেলায়, বঙ্গজননী বাহিনীর জেলা সভানেত্রী টিনা ভৌমিক সাহা, নাজিরপুর হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ফল বিতরণ করলেন। গতকাল, নদীয়া জেলা পরিষদের সদস্যা তথা বঙ্গজননী বাহিনীর অবিভক্ত নদীয়া জেলা কমিটির সভানেত্রী শ্রীমতি টিনা ভৌমিক সাহা, নাজিরপুর হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ফল বিতরণের পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্য ও পরিকাঠামোর উন্নয়ন সংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠক পর্যন্ত করেন। প্রসঙ্গত উল্লেখ্য,জনসেবামূলক কর্মকান্ডে জননেত্রী টিনা দেবী ইতিমধ্যেই জেলায় বেশ পরিচিত হয়ে উঠেছেন।