সুন্দরবন-এ টাকি রোডে ভবঘুরে ও দুঃস্থদের, স্বাস্থ্যসাথী কার্ড বিলি

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলে ব্লক সভাপতির শহীদুল্লাহ গাজী নেতৃত্বে হিঙ্গলগঞ্জ থেকে বাঁকড়া পর্যন্ত বঙ্গধ্বনি যাত্রা করলেন। পাশাপাশি প্রত্যন্ত সুন্দরবন মানুষের হাতের স্বাস্থ্য সাথী প্রকল্পের কাড রাজ্য সরকারের যে ৪৭, টি প্রকল্প রয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সুবিধা পেয়েছেন কিনা তার খোঁজ-খবর নিলেন।বসিরহাট উত্তর বিধানসভা টাকি রোড গোপালপুর মোড় থেকে খোলা পাতা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার বঙ্গ ধনীযাত্রা করলেন বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি কার্যকরী সভাপতি সৌমেন মন্ডল খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপরেশ মুখার্জি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
এদিন পথ চলতি মানুষ ও পরিবহনে থাকা যাত্রীদের হাতে রাস্তার ধারে ভবঘুরে ও দুঃস্থদের হাতে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড তুলে দেন। তার পাশাপাশি চায়ের দোকানদার থেকে শুরু করে ব্যবসায়ীদের হাতে তুলে দেন এই প্রকল্পের সুবিধা এছাড়াও গত ১০, বছরে রাজ্য সরকার কি কি কাজ করেছেন তার একটা রিপোর্ট কার্ড জনসমক্ষে পেশ করেন।