বামফ্রন্টের পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ হাড়োয়ায়

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বামফ্রন্টের পক্ষ থেকে মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হল হাড়োয়ায়। বসিরহাটের হাড়োয়া ফেরিঘাট এলাকায় একটি স্বাস্থ্য সচেতনতা বার্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক’ও স্যানিটাইজার পথচলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়। ছিলেন অধীর রঞ্জন মল্লিক সম্পাদক হাড়োয়া অ্যারিয়া কমিটি অনাদি গোলদার, সম্পাদক হাড়োয়া কৃষক সভা বজলুর রহমান, সদস্য হাড়োয়া অ্যারিয়া কমিটি মহিত আলি, সভাপতি হাড়োয়া ডিওয়াইএফআই নজরুল বিশ্বাস, সম্পাদক হাড়োয়া ডিওয়াইএফআই মুকিদ মোল্লা মফিদুল মোল্লা।
আরও পড়ুন:দেশের করোনা গ্রাফ উর্দ্ধমুখী, মোট আক্রান্তের সংখ্যা পার হল ৪৮ লক্ষ
এছাড়া নেতাকর্মীরা যেসব দুঃস্থ মানুষদের মাস্ক, স্যানিটাইজার নেওয়ার সামর্থ্য নেই সেই সব মানুষদের রাস্তায় দাঁড়িয়ে কয়েকশো মানুষের হাতে মাক্স স্যানিটাইজার বিতরণ করা হয়। তার সঙ্গে সঙ্গে সকলের উদ্দেশে সচেতনতার বার্তা দিয়ে বলা হয়, এই মহামারী করোনা ভাইরাসের সঙ্গে আমাদের লড়তে হচ্ছে। তাই আপনারা সতর্ক থাকুন, দূরত্ব বজায় রাখুন, সবসময় মাস্ক পরুন ও কাছে স্যানিটাইজার রেখে দিন,ঘনঘন হাত ধুয়ে ফেলুন। এই করোনাভাইরাসকে আমাদের হারাতেই হবে।