fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বিএসএফ-এর উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ও মহিলাদের মধ্যে নানা সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: সীমান্তে কড়া নজরদারির পাশাপাশি সীমান্তের মানুষের সাথে সম্পর্ককে আরো সুন্দর করে তুলতে বিশেষ উদ্যোগ নিল বিএসএফ। দিনহাটা এক ব্লকের সীমান্ত গ্রাম গীতালদহে শনিবার বিএসএফ এর তরফ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন দের পাশাপাশি মহিলাদের মধ্যে নানা সামগ্রী বিতরণ করা হয়। এই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের আধিকারিক রাজবন্ত সিং ঠাকুর, ইদ্রিস কুমার যাদব, গীতালদহ ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুয়াল আজাদ, ওমর আলী প্রমুখ।

এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত ব্যক্তিবর্গ বলেন, ” নিজেদের জীবনকে বাজি রেখে সীমান্তে দিনরাত পাহারা দিয়ে দেশকে রক্ষা করে চলেছে বিএসএফ জওয়ানরা। দেশকে রক্ষা করতে এরা যেভাবে কাজ করে চলছে সেদিকে লক্ষ্য রেখে এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটা প্রতিটি নাগরিকের কর্তব্য। রোদ ঝড় বৃষ্টি সহ নানা প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে যারা সীমান্তকে আগলে রাখছেন তাদের কাজে প্রতিটি মানুষের সহযোগিতা করা দরকার।”

এদিনের এই অনুষ্ঠানে ১০ জন প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল এবং ২২ জন মহিলাকে সেলাই মেশিন দেওয়া হয় বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। দিনহাটার গীতালদহ সীমান্তে এদিনের এই অনুষ্ঠানে এলাকার বাসিন্দাদের উপস্থিতি ছিল যথেষ্ট।

Related Articles

Back to top button
Close