পশ্চিমবঙ্গ
দীপাবলির আলোর উৎসবে মাতল গোটা দিনহাটা

নিজস্ব প্রতিনিধি, দিনহাটা: দীপাবলির আলোর উৎসবে মাতল গোটা দিনহাটা। বুধবার দীপাবলি উপলক্ষে দিনহাটা সহ জেলার বিভিন্ন স্থানে পাড়ায় পাড়ায় অলিতে গলিতে বাড়িতে আলোর aরোশনাই ছড়িয়ে পড়ে। এদিন আট থেকে আশি সকলেই উৎসবের এই আনন্দে মেতে ওঠে। এদিন eiî স্থানে মাটির প্রদীপ থেকে শুরু করে মোমবাতি এমন কি ইলেকট্রিকের টুনি বাল্ব জ্বলে ওঠে ঘরে ঘরে l। দীপাবলির এই ঝর্ণাধারায় আলোকিত হয়ে ওঠে গোটা জেলা। দীপাবলির এই উৎসবকে ঘিরে আলোর ঝরনা ধরার পাশাপাশি সকলেই আনন্দ উৎসবে মেতে উঠলেও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের ভূমিকা ছিল যথেষ্ট সন্তোষজনক। এদিন জেলার বিভিন্ন স্থানে দীপাবলিকে ঘিরে উৎসবের চেহারা নেয়। জেলার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়ন ছিল যথেষ্ট।