fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

হাথরাস কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে চেন্নাইয়ে গ্রেফতার DMK নেত্রী কানিমোঝি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:‌ হাথরস কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে চেন্নাই–তে মিছিল থেকে গ্রেফতার কানিমোঝি। গত মাসে উত্তরপ্রদেশের হাথরসে দলিত তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে সোমবার চেন্নাই–তে মহিলাদের মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন ডিএমকে সাংসদ। উদ্দেশ্য ছিল, মোমবাতি মিছিল করে তামিলনাড়ুর রাজ্যপালের বাসভবন পর্যন্ত যাওয়া হবে। সেই মিছিল থেকেই কানিমোঝি সহ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

ডিএমকে–র দাবি, সুপ্রিম কোর্টের বিচারপতির অধীনে সিবিআই–এর হাতে তুলে দেওয়া হোক ঘটনার তদন্তভার। গান্ধী পরিবারের প্রতি যে আচরণ করা হয়েছে, তার জন্য ক্ষমা চাওয়া উচিত উত্তরপ্রদেশ সরকারের, দাবি ওঠে মিছিলে।

Related Articles

Back to top button
Close