
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: জন্মদিনেই প্রাণ কেড়ে নিল মারণ করোনা ভাইরাস। আজই ৬২ বছরে পা দিয়েছেন তামিলনাড়ুর ডিএমকে বিধায়ক জে আনবাজহাগান। আর বুধবার জন্মদিনের দিনই কেরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল তামিলনাড়ুর বিধায়কের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এই প্রথম
তামিলনাড়ুতে কেরোনায় আক্রান্ত হয়ে কোনও বিধায়কের মৃত্যু হল৷ মৃত বিধায়ক পূর্ব চেন্নাইয়ের জেলা সচিব পদেও নিযুক্ত ছিলেন।
আরও পড়ুন: গণতন্ত্রকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে বিজেপি, তাকে আইসিইউতে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়: সেলিম
জানা গিয়েছে, 25 বছর আগে ওই বিধায়কের লিভার প্রতিস্থাপন করা হয়েছিল। এটাই ছিল তাঁর একমাত্র কো-মর্বিডিটি৷ লকডাউনে তিনি চেন্নাইয়ের বিভিন্ন এলাকায় ত্রাণ বিলি করার কাজে নিযুক্ত ছিলেন। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন৷ কেরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার পর চেন্নাইয়ের ড. রেলা ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল সেন্টারে ভরতি করা হয় জে আনবাজহাগানকে ৷ সোমবার সন্ধ্যা থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ ২ জুন থেকে হাসপাতালে ভরতি ছিলেন তিনি৷
উল্লেখ্য, গতকালই বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তার মায়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।