
শরণানন্দ দাস, কলকাতা: ভাইফোঁটার চিরকালীন সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার মিষ্টি। দীর্ঘ জীবন কামনা করে ভাইদের কপালে ফোঁটা দেন বোনেরা। আর তারপর করান মিষ্টিমুখ। করোনা আবহে এবার ভাইফোঁটা সন্দেশেও করোনা সতর্কতা প্রচার নজর কেড়েছে আমজনতার। এই অভিনব সন্দেশ তৈরি করেছেন হাওড়ার সালকিয়ার একটি মিষ্টান্ন প্রতিষ্ঠান।
কি বার্তা রয়েছে এই মিষ্টি গুলিতে? কোন সন্দেশের লেখা রয়েছে ‘ মাস্ক পরুন’, কোন সন্দেশের লেখা রয়েছে ” ঘরে থাকুন সুস্থ থাকুন’, কোন সন্দেশে আবার হাত ধোয়ার বার্তা। প্রতিষ্ঠানের কর্ণধার অসীম কুমার দাস বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই ধরনের সামাজিক অনুষ্ঠানে এই জরুরী বার্তাগুলো প্রচার করা প্রয়োজন মনে হলো। যদি মানুষের মধ্যে কিছুটা সচেতনতাবোধ গড়ে ওঠে তাহলেই এই পরিশ্রম সার্থক হবে।’
প্রত্যেক বছরই নতুন নতুন ধরনের মিষ্টি ভাইফোঁটায় নজর কাড়ে। তবে এবারের এই উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ মানছেন ক্রেতারা। করোনা আবহে সব উৎসবের রঙ ফিকে। তারইমধ্যে ভাইফোঁটা অনুষ্ঠান একটু অন্যরকম হয়ে রইলো এই রকম জনসচেতনতামূলক মিস্টি বার্তায়।