fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মহামারীর থেকে বাঁচতে আলিপুরদুয়ারে মহিলাদের করোনা পুজো

 আলিপুরদুয়ার: সুমিত কার্যী সারা দেশ জুড়ে চলছে করোনা ভাইরাসের তান্ডব । কোনো বিজ্ঞানী এই রোগের প্রকৃত ওষুধ এখনো তৈরী করতে পারেনি ।এবার আলিপুরদুয়ারের ১৭ নং ওর্য়াডের মহিলারা করোনা তাড়াতে করলো করোনা পুজো । আজ ওই ওয়ার্ডের মহিলারা করোনা তাড়াতে নিয়ম নিষ্ঠা মেনে করোনা পুজো করলেন । সকল নিয়ম কানুন মেনে গ্রামের সকল মহিলারা ফল-মূল, মিষ্টি দিয়ে উলুধ্বনি, শঙ্খ বাজিয়ে পুজো করেন ।

তাঁরা দাবি করেন প্রধানমন্ত্রী  থালা, শঙ্খ বাজানোর কথা বলেছেন তারই অঙ্গ হিসেবে তাঁরা এই পুজোর আয়োজন করেছেন । একদল মানুষ তাদের এই কর্মকান্ডকে গুজব মনে করলেও পুজো করা মহিলাদের দাবি ” করোনা তাড়াতে আমাদের এই পুজো । মোদি এক সময় মোমবাতি জ্বালাতে, থালা, শঙ্খ সহ যে যা পারেন তা বাজাতে বলেছিলো সেই অনুপাতে আজকে আমরা এই পুজো করলাম, যাতে করোনা যেখানে উৎপত্তি সেখানে চলে যায় । ” তাদের দাবি এই ভাবে পুজো করলে করোনা যাবে না কিন্তু মনের শান্তির জন্যই আমাদের এই পুজো ।

Related Articles

Back to top button
Close