fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

‘‌আমরা ৩ মাস বেতন পাই না’‌, দিল্লির হাসপাতালের চিকিৎসকরা চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: তাঁদের বলা করোনা যোদ্ধা। করোনা রোগীদের জন্য দিনরাত এক করে পরিশ্রম করে চলেছেন চিকিৎসকরা। কিন্তু সেই কিনা তাঁদের পেটেই অন্নের যোগান নেই। দিল্লির উত্তর কর্পোরেশন পরিচালিত পুর হাসপাতালের চিকিৎসকরা শেষ তিন মাসে একটি টাকাও বেতন পাননি। ফলে বাধ্য হয়ে পরিস্থিতি বদলাতে তাঁদের চিঠি লিখতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

 

মিউনিসিপ্যাল কর্পোরেশন ডক্টরস অ্যাসোসিয়েশন (‌এমসিডিএ)‌ গত সপ্তাহে আলোচনায় বসে একটি চিঠি ইমেলের মাধ্যমে লিখে পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তরে। তাঁরা লিখেছেন, করোনা ভাইরাস অতিমারীর সময় চিকিৎসকরা অত্যন্ত চাপের মধ্যে প্রতিদিন কাজ করছেন। কিন্তু ফেব্রুয়ারি থেকে এপ্রিল, এই তিনমাসের বেতন তাঁদের দেওয়া হয়নি। লিখেছেন, ‘‌আমরা জানি, এই সংকটের কালে আমাদের কাজ একজন রোগীকে সেবা করা। কিন্তু আমরা তো অতিরিক্ত কিছু চাইছি না। শুধু আমাদের প্রাপ্য বেতন চাইছি।’

 

তবে উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা অভিযোগ জানাতে বাধ্য হয়েছি, কারণ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া আমরা বোধহয় আর প্রাপ্য বেতন পাবো না।

Related Articles

Back to top button
Close