fbpx
অফবিটআন্তর্জাতিকহেডলাইন

পারফরম্যান্সের ভিত্তিতে বেতন পাবেন সঙ্গী, প্রেমের খোঁজে ভাইরাল ডাক্তারের পোর্টফোলিও

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রেমের খোঁজে পোর্টফোলিও বানানো এখন খুবই প্রচলিত। ডেটিং অ্যাপের জমানায় তরুণ মালয়েশিয়ান ডাক্তার তাঁর পছন্দের পাত্রী খুঁজতে সব সীমা অতিক্রম করতে রাজি৷ বানিয়ে ফেললেন সে এক অনন্য পোর্টফলিও।

ডক্টর মহম্মদ নাকিব তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন, পাওয়ার পয়েন্টে বানানো প্রোফাইলের কিছু ছবি৷ যেখানে তিনি বর্ণনা দেন, তাঁর পছন্দ-অপছন্দের, তাঁর গুণাবলি এবং অন্যান্য ভাল ও বাজে অভ্যাস৷ তাঁর পোর্টফলিও শুরু হয় এক প্রশ্ন দিয়ে – ‘আমার সঙ্গে বন্ধুত্ব কেন করা উচিত?’

নাকিব লেখেন, তাঁর পছন্দের মধ্যে পরে রসিকতা, কেক বানানো, ঘুম ইত্যাদি। পরিকল্পিত পাইচার্টে তিনি ভাগ করে দেখিয়েছেন তাঁর পছন্দের মাপকাঠি৷ যেখানে কেক বানানো সবার উপরে স্থান পায়। এই তরুণ ডাক্তার এমন এক পাত্রীর খোঁজে ‘উচ্চ শিক্ষিত এবং পরিপক্কতায় নিপুণ’। এরই মধ্যে তাঁর সবচেয়ে বড় গুণ হল সবসময়ে নিজের কাছে চকোলেট রাখা।

তিনি এই চাকরির জন্য পর্যাপ্ত পারিশ্রমিকও বরাদ্দ করেছেন। তাঁর প্রোফাইল ইঙ্গিত করে, পারফরম্যান্সের ভিত্তিতে সে তাঁর সঙ্গীকে মাসিক বেতন ও ইন্সেন্টিভ দেবেন, সঙ্গে থাকবে জন্মদিনের কিছু আকর্ষণীয় লাভ। মন্দ নয় এ পাত্র ভালো, দেখতে শুনতে মোটামুটি, দশে ৪ দেওয়া যায়। এমনটাই নিজের পোর্টফলিওতে বলেছেন ডক্টর নাকিব।

Related Articles

Back to top button
Close