সাবধান! আপনার বাড়ির পোষ্য থেকে ছড়াতে পারে করোনা: University of Liverpool

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার আর মানুষের মানুষের মধ্যে কিংবা হাতের স্পর্শে নয়। বাড়ির পোষ্য কুকুর কিংবা বিড়ালের মধ্য থেকেও ছড়াচ্ছে করোনা ভাইরাস সংক্রমণ। এমনটাই দাবি গবেষকদের।
সম্প্রতি গবেষকরা একটি গবেষণায় দেখেছেন, SARS CoV-2 ভাইরাস দেখা দিচ্ছে পোষ্য কুকুর, বেড়ালের শরীরেও। যদিও সেটি সংখ্যায় খুবই কম, কিন্তু ইতালির গবেষকরা পোষ্যের শরীরেও SARS CoV-2–এর অ্যান্টিবডির সন্ধান পেয়েছেন।
ইউনিভার্সিটি অফ লিভারপুলের গবেষকরা এই কাজের জন্য মোট ৫০০ টি পোষ্যের ওপর পরীক্ষা চালিয়েছেন। তার মধ্যে রয়েছে কুকুর ও বেড়াল
কোনও পশুই পিসিআর পসিটিভ না হলেও এদের মধ্যে ৩.৪ শতাংশ কুকুর ও ৩.৯ শতাংশ বেড়ালের শরীরে SARS CoV-2–এর অ্যান্টিবডির সন্ধান পাওয়া গিয়েছে
উল্লেখ্য যে সমস্ত বাড়িতে করোনার আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে সেখানকার পোষ্যদের দেহে কোন জীবানু মেলেনি। তবে যে সমস্ত বাড়িতে গৃহস্থের শরীরের কোনও জীবাণু মেলেনি সেখানকার পোষ্যদের শরীরে কিন্তু মিলেছে করোনার জীবাণু।