বিজেপির পুজোয় ডোনার নৃত্য, ‘দাদা’ কে নিয়ে উস্কে দিল জল্পনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইজেডসিসিতে বিজেপির আয়োজনে দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনে প্রধানমন্ত্রী ছাপ রাখলেন বাঙালিয়ানার। রাজনৈতিক কারবারিরা অবশ্য এর নেপথ্যে একুশের নির্বাচনকে ই দেখছেন। তবে সবচেয়ে বেশি চোখ টেনেছেন একজন বঙ্গ ললনা। তিনি আর কেউ নন, বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। কারণটা অবশ্যই তাঁর স্বামী সৌরভ গঙ্গোপাধ্যায়। পদ্ম শিবিরের শীর্ষস্তরের সঙ্গে সৌরভের সম্পর্ক বহু চর্চিত। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার ক্ষেত্রে কোন কোন মহল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ভূমিকা রয়েছে বলে মনে করেন।
ঘটনা হলো বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণের আগে ঢাকের বোলে বিশেষ নাচ, বাংলা গানের আসর-সহ নানা অনুষ্ঠানে মঞ্চ ঠাসা ছিল ১০টা থেকেই। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র গান ছিল। তবে বিশেষ নজর কেড়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পত্নী ডোনা ও তাঁর দলের পরিবেশনায় ‘মহিষাসুরমর্দিনী’। এদিন ডোনার উপস্থিতি সৌরভকে সক্রিয় রাজনীতির ময়দানে অদূর ভবিষ্যতে দেখা যেতে পারে কি না, সে বিষয়ে কৌতুহল সৃষ্টি করলো। এক্ষেত্রে ডোনার অবশ্য ভূমিকা রয়েছে। মহারাজ রাজনীতিতে আসবেন কিনা এমন প্রশ্নের জবাবে ডোনা বলেছিলেন, ‘ আপনাদের দাদা যখন যা করেন সিরিয়াসলি করেন। রাজনীতিতে গেলেও সৌরভ শীর্ষেই পৌঁছবেন।’ বলাই বাহুল্য এই মন্তব্য করে ডোনা সেই ঔৎসুক্য বহুগুণ বাড়িয়ে দিয়েছিলেন। বিজেপি-র দুর্গোৎসবের মঞ্চে প্রধানমন্ত্রীর ভাষণের আগে সেই ডোনার অনুষ্ঠানকে তাই অনেক রাজনৈতিক পর্যবেক্ষক ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন। শেষ পর্যন্ত একুশের আগে কোনও ‘ ক্লাইম্যাক্স’ তৈরি হয় কী না সময় বলবে।