ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের জন্য একজন ভুল প্রেসিডেন্ট: মিশেল ওবামা
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা। করোনা আবহে মধ্যে সোমবার ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কনভেনশনের প্রথম দিনে তিনি বলেন, মার্কিন প্রসিডেন্ট দীর্ঘদিন ধরেই করোনা ভাইরাসকে গুরুত্ব দিতে চাননি। যার ফলে আজ এই পরিণতি। দেশের অর্থনীতির অবস্থাও তলানিতে গিয়ে ঠেকেছে। এছাড়া বর্ণবৈষম্য ইস্যুতে তার বিরূপ মন্তব্য আমেরিকায় আরও বিদ্রোহের জন্ম দিচ্ছে।
এই সব কিছুর প্রসঙ্গ টেনে প্রাক্তন ফার্স্ট লেডি মন্তব্য করেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত প্রেসিডেন্ট নন। তিনি একজন ভুল প্রেসিডেন্ট।
আরও পড়ুন:নতুন প্রযুক্তি, এবার মেশিনই পরিয়ে দেবে মাস্ক!
প্রসঙ্গত,আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। নির্বাচনকে সামনে রেখে সোমবার থেকে ডেমোক্র্যাটিক পার্টির চার দিনব্যাপী জাতীয় ভার্চুয়াল কনভেনশন শুরু হয়েছে। আর এর প্রথম দিনেই বক্তব্য রেখেছেন মিশেল ওবামা। মিশেল বলেন, ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের জন্য একজন ভুল প্রেসিডেন্ট।