
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম নিলেন ট্রাম্প। প্রেসিডেনশিয়াল ডিবেটের মঞ্চে ভারতের দিকে আঙুল তুললেন ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করলেন দূষণ নিয়ে। বললেন, ‘চিনের অবস্থা দেখুন। কী রকম নোংরা একটা দেশ। রাশিয়া বা ভারতকে দেখুন। নোংরা, দূষিত বাতাস।’ এই নিয়েই সরব টুইটার।
বিরোধীরা ইতিমধ্যে সরব হয়েছেন বিরোধীরা। কারণ মোদি এবং ট্রাম্প পরস্পরকে বরাবর বন্ধু বলে এসেছেন। গত বছর আমেরিকায় মোদির সঙ্গে প্রবাসী ভারতীয়দের সমাবেশে যোগ দেন ট্রাম্প। নাম ‘হাউডি মোদি’। এ বছর ফেব্রুয়ারিতে ভারতে আসেন ট্রাম্প। তার পরেও ভারত নিয়ে কীভাবে এই কুমন্তব্য করলেন, সেই নিয়ে খোঁচা দিয়েছেন কংগ্রেস নেতা কপিল সিবাল। টুইটারে লিখেছেন, ‘হাউডি মোদির ফল।’
এবার টুইটারেও কেউ লিখছেন, ট্রাম্পের এই টুইট থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। দূষণ নিয়ন্ত্রণ করা দরকার।