অভীক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: সারা বিশ্ব এখন তার মারণ ত্রাসে স্তব্ধ। তার হাতছানিতে মুহূর্তে নিঃশেষ হয়ে যাচ্ছে বিশ্বের হাজার হাজার মানুষের প্রাণ। এই মারণ ভাইরাসের আতঙ্কে ঘরবন্দি গোটা বিশ্বের মানুষ। কিন্তু দক্ষিণ কলকাতা দেশপ্রিয় পার্কে এলে আপনার চক্ষু ছানাবড়া হতে বাধ্য। কারণ, প্রায় ৪০ বছর অর্থাৎ ৪ দশক এখানে রমরমিয়ে চলছে করোনা।
না, এই করোনা এখনকার বিশ্বের মারণ করোনা ভাইরাস নয়। এ হল একটি দোকানের নাম। প্রসঙ্গত, মানুষের জীবনে এই ভাইরাসের অবতরণ নতুন হলেও কুকুর-বিড়ালের জীবনে এই ভাইরাস অনেক পুরনো। আর পশুদের জন্য নির্দিষ্ট প্রতিষেধকও মেলে নির্দিষ্ট দোকানে। সেই রকমই কুকুর বিড়াল সহ বিভিন্ন পোষ্যদের বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ-সহ বিভিন্ন খাবার দাবারের ওই দোকান খুলেছিলেন বেলেঘাটার বাসিন্দা বিক্রমজিৎ চট্টোপাধ্যায়।
দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক লাগোয়া তার ওই দোকানেরই নাম করোনা। কুকুর, বিড়াল, পাখি-সহ পোষ্যদের প্রয়োজনীয় সামগ্রীর দোকান। নিউমার্কেট ও ইএম বাইপাসেও আরও দুটি ফ্র্যাঞ্চাইজি দোকান রয়েছে করোনার। লকডাউনেও পশুপ্রাণীদের স্বার্থে তিনটি দোকানই খুলছে প্রত্যেকদিনই।