fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

চিনে ফিরল করোনা আতঙ্ক, জিলিন প্রদেশে মৃত ২

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ  পুরনো আতঙ্ক আবার ফিরে এল চিনে। ফের করোনা আতঙ্ক ফিরে এসেছে। বিপদ সংকেতের আভাস পেয়েই ফের লকডাউনের পথে হেঁটেছে চিন। কতগুলি শহরকে লকডাউনের আওতায় আনা হয়েছে। তবে দুবছর পর চিনে করোনায় মৃত্যু বেশ ভাবিয়ে তুলেছে দেশের প্রশাসনকে। এক বছরের বেশি সময় পর করোনায় উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে দুজনের মৃত্যুর তথ্য জানিয়েছে চিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ওমিক্রন ভ্যারিয়েন্টে ‘বিপর্যস্ত’ দেশটিতে গত কয়েকদিন ধরে কোভিড রোগীর সংখ্যা বৃদ্ধির মধ্যেই ভাইরাসটিতে  মৃত্যুর এ তথ্য এল।

চিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে দুই রোগীর মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চীনে কোভিড-১৯ রোগে মারা যাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৮ জনে।

২০২১ সালের জানুয়ারিতে সর্বশেষ করোনায় কোনও রোগীর মৃত্যু তথ্য জানায় চিন। ২০২০ সালের ১১ জানুয়ারি করোনায় প্রথম মারা যান চীনের উহান শহরের ৬১ বছরের এক বৃদ্ধ।

নতুন করে করোনা বাড়ছে চিন, হংকং, দক্ষিণ কোরিয়ার মতো দেশে। সেখানে করোনার ওমিক্রন স্ট্রেইনের যে শাখা প্রজাতিটি ছড়াচ্ছে, সেটি সংক্রমণের প্রশ্নে ওমিক্রনের চেয়েও শক্তিশালী বলে মত বিশেষজ্ঞদের একাংশের।

 

Related Articles

Back to top button
Close