পুরনো মেজাজে ট্রাম্প…সাংবাদিকদের সামনে জানিয়ে দিলেন, ‘আমার সঙ্গে এভাবে কথা বলবেন না, আমি মার্কিন প্রেসিডেন্ট’

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কিছুতেই মেনে নিতে পারছেন না, আমেরিকার মসনদের তিনি আর নেই। নিজেকে মার্কিন প্রেসিডেন্ট বলেই মনে করছেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালে ডোনাল্ড যে জায়গা থেকে জিতেছিলেন সেই সিটগুলি জো বাইডেনের দখলে এক এক করে আসতে শুরু করতেই রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন ট্রাম্প। এমনকী আইনি পদক্ষেপের কথাও জানান তিনি। বাইডেনকে জেতাতে ভোটে কারচুপি করা হয়েছে বলে বারবার অভিযোগ জানিয়েছেন। আর এর মধ্যেই ফের পুরনো মেজাজে দেখা গেল বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন: বুথ যার, ক্ষমতা তার! একুশের গেমপ্ল্যান বিজেপির
এক সাংবাদিক সম্মেলনে তাঁর কথার মধ্যেই পালটা প্রশ্ন করায় এক সাংবাদিককে রীতিমতো হুমকির সুরে শাসালেন ট্রাম্প। জানিয়ে দিলেন, ”আমার সঙ্গে এভাবে কথা বলবেন না। আমি আমেরিকার প্রেসিডেন্ট।” সাংবাদিক সম্মেলনেই ক্ষোভ উগরে দিলেন ট্রাম্প। এমনকী ট্রাম্প সাফ জানিয়ে দেন, ‘আমি অবশ্যই হোয়াইট হাউস চলে যাব। কিন্তু ২০ জানুয়ারি আগে অনেক কিছু দেখা যাবে। বিরাট জালিয়াতি রয়েছে এর পিছনে’।