fbpx
দেশহেডলাইন

এবার কি বন্ধের পথে করোনা ‘সতর্কীকরণ’ কলার টিউন!

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ করোনা অতিমারি দাপটে ভীত, আতঙ্কিত মানুষকে সতর্ক করতে কেন্দ্রের তরফে শুরু হয়েছিল সতর্কীকরণ কলার টিউন। ফোন করলেই বেজে উঠত সেই আওয়াজ। এখনও পর্যন্ত সেই কলার টিউন চলছে। তবে পরিস্থিতি অনেক স্বাভাবিক। তাই এবার সেই কলার টিউন বন্ধের পথে হাঁটতে চলেছে মোদী সরকার। কবে থেকে কিভাবে বন্ধ হবে, সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে হয়তো শীঘ্রই বন্ধ করা হবে সেই টিউন, এমনটাই আভাস শোনা গেছে কেন্দ্রের মুখে।

গত দু বছরেরও বেশি সময় ধরে সবার ফোনেই বাধ্যতকামূলকভাবে বেজে ওঠে কোভিড সতর্কতা, টিকা সংক্রান্ত কথা। খোদ অমিতাভ বচ্চনও কলার টিউনে বারবার জানিয়েছেন,, করোনা বিধির কথা।  গত দু বছরে একই কথা শুনতে শুনতে ক্লান্ত মোবাইল ফোন ব্যবহারকারীরা। তবু সাধারণ মানুষকে সচেতন করার এই সুযোগটা সরকার কিছুকেই ছাড়তে চায়নি। আর তাই করোনার দাপট কমে এলেও বেজেই চলেছে সেই কলার টিউন।  দেশে দু হাজারের নিচে নেমে গিয়েছে করোনার সংক্রমণ। তবে চিনে করোনার দাপট বাড়ায়, ভারতে কোভিড নতুন করে দাপট ফেরার আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related Articles

Back to top button
Close