fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মুখে বিষ ঢেলে স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: জোর করে মুখে বিষ ঢেলে স্ত্রীকে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হল স্বামী । ধৃতের নাম শেখ মুকুল। বাড়ি বর্ধমান শহরের বাজেপ্রতাপপুরের মালিরবাগান এলাকায় ।বর্ধমান মহিলা থানার পুলিশ শুক্রবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে পেশ করা হয় বর্ধমান আদালতে। আগামী ১৩ আগষ্ট পর্যন্ত বিচারবিভাগীয় হেেফজতে পাঠানোর নির্দেশ দিয়েছেে আদালত।

পুলিশ জানিয়েছে, মুকুলের সঙ্গে বছর ১০ আগে আশমা বিবির বিয়ে হয়। দম্পতির দু’টি ছেলে-মেয়ে আছে। মেয়েটি বিশেষ চাহিদাসম্পন্ন। বছর তিনেক ধরে শ্বশুরবাড়ির লোকজন আশমার উপর নির্যাতন চালানো শুরু করে বলে অভিযোগ।  বাবার বাড়ি থেকে টাকা আনার জন্যও তাঁর উপর চাপ সৃষ্টি করা হত । বাবার বাড়ির লোকজন তা দিতে না পারায় দিনকয়েক আগে সকালে বধূকে প্রচণ্ড মারধর করা হয়। ওই দিনই তার মুখে জোর করে বিষ ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ ।

এরপর প্রতিবেশীদের চেষ্টায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় সুস্থ হয়ে উঠে পুলিশে অভিযোগ করেন ওই গৃহবধূ। সেই অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

Related Articles

Back to top button
Close