fbpx
গুরুত্বপূর্ণদেশ

যশবন্ত সিনহার চেয়ে এগিয়ে দ্রৌপদী মুর্মু, এমনটাই বলছে সমীক্ষা

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহার চেয়ে দ্রোপদী মুর্মু অনেকটাই এগিয়ে রয়েছেন, এমটায় সমীক্ষা উঠে আসছে। প্রধান রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, সোমবারের ভোট সুশৃংখলভাবেই হয়েছে। সংসদে ভোট পড়েছে ৯৮.৯ শতাংশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ৬০০ জন সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দেন। হুইল চেয়ারে করে ভোট দিতে যান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সমাজবাদী পার্টির সাংসদ মুলায়ম সিং যাদব। সংসদে গিয়ে ভোট দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোমবার আট জন সাংসদ ভোটদানে বিরত ছিলেন।

বিজেপি এবং শিবসেনার দু’ জন করে সাংসদ, কংগ্রেস, শিবসেনা, সমাজবাদী পার্টি, মায়াবতীর বহুজন সমাজ পার্টি, আসাদউদ্দিন ওয়েইসির এমআইএমের এক জন করে সাংসদ সোমবার ভোট দেননি। অন্যদিকে পঞ্জাবের শিরোমণি অকালি দলের বিধায়ক মনপ্রীত সিং আয়ালি ভোট দিতে অস্বীকৃতি জানান।

পর্যবেক্ষকদের মতে, দ্রৌপদী মুর্মুকে শেষ মুহূর্তে প্রার্থী করে দক্ষ রাজনৈতিক চাল দিয়েছে এনডিএ। দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী। তাকে প্রার্থী করার কারণে অনায়াসে ওড়িশার নবীন পটনায়েকের দল বিজেডি এবং ঝাড়খণ্ডের শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সমর্থন পেয়েছে এনডিএ। মুর্মু ওড়িশার বিধায়ক এবং ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনাও আদিবাসী হওয়ার কারণেই দ্রৌপদী মুর্মুকে সমর্থনের কথা জানিয়েছে।

Related Articles

Back to top button
Close