fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

দেশে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু, ২৫ জুলাই শপথ

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: প্রথম থেকেই প্রায় হাওয়া একরকম ভাবে দ্রোপদীর মুর্মুর দিকেই বইছিল। তৃতীয় গণনার পরে সেই চিত্রটা ক্রমশ পরিষ্কার হয়ে গিয়েছিল। চতুর্থ রাউন্ডে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। এক ইতিহাস গড়লেন দ্রৌপদী। বৃহস্পতিবার গণনা শুরু হতেই দেখা যায়, অনেকটাই এগিয়ে দ্রৌপদী মুর্মু। প্রথম রাউন্ডের শেষে পান ৫৪০ ভোট। দ্বিতীয় রাউন্ডে সেই সংখ্যা পেরিয়ে যায় হাজারের ওপর। তৃতীয় রাউন্ডেই জয় নিশ্চিত হয়ে যায় তাঁর।

৬৪ বছরের দ্রৌপদী মুর্মু দেশের প্রথম আদিবাসী জনজাতির রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,  কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানালেন বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহাও। রাষ্ট্রপতি হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

আগামী ২৪ জুলাই শেষ হবে রামনাথ কোবিন্দের মেয়াদ। ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন, “আন্তরিক অভিনন্দন দ্রৌপদী মুর্মু। আমি এবং প্রত্যেক ভারতীয় চাইবেন, ১৫তম রাষ্ট্রপতি হিসেবে তিনি যাতে সাংবিধানিক অধিকার মেনে, ভীত না হয়ে দায়িত্ব পালন করেন। অনেক শুভেচ্ছা’।

Related Articles

Back to top button
Close