fbpx
খেলাগুরুত্বপূর্ণদেশহেডলাইন

জীবনের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ছেড়ে বিদায় নিলেন দ্রোণাচার্য পুরস্কারজয়ী কোচ পুরুষোত্তম রাই

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী থাকল ক্রীড়া জগৎ। পুরস্কার গ্রহণের আগের দিন মৃত্যু হল দ্রোণাচার্য পুরস্কারজয়ী কোচ পুরুষোত্তম রাইয়ের। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ২০২০ দ্রোণাচার্য সম্মানে ভূষিত এই বর্ষীয়ান কোচের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। শনিবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় ক্রীড়া সম্মান গ্রহণ করার কথা ছিল তাঁর। কিন্তু তাঁর আগেই এই চিরবিদায় নিলেন এই বর্ষীয়ান অ্যাথলেটিক্স কোচ পুরুষোত্তম রাই।

উল্লেখ্য, শনিবার জাতীয় ক্রীড়া দিবসে ভার্চুয়াল মাধ্যমে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের থেকে দ্রোণাচার্য সম্মান গ্রহণ করার কথা ছিল রাই’য়ের। কিন্তু অনুষ্ঠানের আগেই বর্ষীয়ান কোচের এমন ট্র্যাজিক মৃত্যুসংবাদে স্বাভাবিকভাবেই শোকের ছায়া ক্রীড়া মহলে। বর্ষীয়ান কোচের মৃত্যু সংবাদে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন অলিম্পিয়ান,লং জাম্পার অঞ্জু ববি জর্জ।

১৯৭৪ নেতাজি ইনস্টিটিউট অফ স্পোর্টস থেকে ডিপ্লোমা পাস করে বেরনোর পর প্রশিক্ষণের জগতে পা রেখেছিলেন পুরুষোত্তম রাই। ১৯৮৭ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, ১৯৮৮ এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ এবং ১৯৯৯ সাফ গেমসে অংশগ্রহণকারী দেশের অ্যাথলিটদের প্রশিক্ষণের দায়িত্ব ছিল তাঁর হাতেই।এছাড়াও সার্ভিসেস, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কোচের পদেও বহাল ছিলেন পুরুষোত্তম রাই।

আরও পড়ুন:দেশে একদিনে করোনার কবলে ৭৬ হাজারেরও বেশি মানুষ

বহু অ্যাথলিটদের প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি। তাদের মধ্যে রয়েছেন অশ্বিনী নাচাপ্পা, জিজি প্রমীলা মুরলি কুত্তান, অলিম্পিয়ান কোয়ার্টার-মাইলার বন্দনা রাও, এম কে আশা, হেপ্ট্যাথলিট প্রমীলা আইয়াপ্পা, প্রমুখ।

Related Articles

Back to top button
Close