বাঁকুড়ার সতীঘাট এলাকায় খুনের ঘটনায় মাদক যোগের হদিশ

অতনু রায় (বাঁকুড়া): বাঁকুড়ার সতীঘাট এলাকায় গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে এখনও চাঞ্চল্য রয়েছে। মন্দিরের পাশ ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। শুক্রবার সকালে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা সকালে একটি মৃতদেহ গুলিবিদ্ধ অবস্থায় কুসুম সিনেমা হলের কাছে একটি নির্মীয়মান মন্দিরের পাশে পড়ে থাকতে দেখে। তৎক্ষণাৎ পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে।
মৃত যুবকের নাম সোমনাথ দে(৩৫)। মৃত যুবকের দাদা এসে মৃতদেহটিকে শনাক্ত করেন। মৃতের দাদা বলেন গতকাল রাত থেকে দাদাকে খুজে পাওয়া যায়নি। দাদার খুনের পিছনে মাদক যোগ আছে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: ঝাড়খন্ডে নিষিদ্ধ সংগঠনের এরিয়া কমান্ডার সহ গ্রেফতার তিন জঙ্গি
স্থানীয় সূত্রের খবর এই এলাকায় বহুদিনধরে ব্যাপকভাবে মাদকচক্র চলছে। স্থানীয় এক বাসিন্দা জানান এই মাদক চক্র যদি এখন না বন্ধ করা যায় তাহলে আরও অনেক ঘটনা ঘটতে পারে।