পশ্চিমবঙ্গহেডলাইন
পারিবারিক বিবাদের জেরে বৌদির কান কামড়ে ছিঁড়ে নিল দেওর

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: পারিবারিক বিবাদের জেরে বৌদির কান কামড়ে ছিঁড়ে নিল দেওর। উত্তর ২৪ পরগনার জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোবেড়িয়া বয়ারগোট গ্রামের ঘটনা। ৩৬ বছরের সোমবারি মন্ডলের স্বামী টানে মণ্ডল এর সঙ্গে দীর্ঘদিন ধরে পরিবারিক বিবাদ চলছিল দেওর সুজিত মন্ডল। এই বিবাদের জেরে মঙ্গলবার রাতে বৌদির কান কামড়ে ছিঁড়ে নিল দেওর সুজিত মন্ডল।
আরও পড়ুন- এবার বনগাঁয় শুভেন্দু অধিকারী সমর্থনে দাদার ব্যানার অনুগামীদের
ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় বৌদিকে। দেওর সুজিত মন্ডলের বিরুদ্ধে হাড়োয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এর পিছনে শুধুই পারিবারিক অশান্তির না অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ।