fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

আমফানের দাপটে লন্ডভন্ড ব্যারাকপুর, দুর্ঘটনায় ২ জনের মৃত্যু 

অলোক কুমার ঘোষ, ব্যারাকপুর: সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে গঙ্গা তীরবর্তী উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর শিল্পাঞ্চল । অসংখ্য কাঁচা ও পাকা বাড়ি ভেঙে পড়েছে । এখনো পর্যন্ত আমফান দুর্ঘটনার কবলে পড়ে ব্যারাকপুর মহকুমায় দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।
আগরপাড়া এলাকায় বাড়ির দেওয়াল চাপা পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, অন্যদিকে টিটাগড় থানার অন্তর্গত ব্যারাকপুর ওয়ারলেস পাড়া এলাকায় বৃষ্টির জমা জলে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক মধ্য বয়স্ক মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে । প্রবল ঝড়ের তাণ্ডবে ভেঙেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট দপ্তরের মূল গেট, ভেঙেছে মঙ্গল পান্ডে উদ্যানের গেট । অসংখ্য বাড়ির টিনের শেড উড়ে গেছে । কয়েক হাজার বড় পুরনো গাছ শেকড় থেকে উপড়ে পড়েছে । ব্যারাকপুর মহকুমায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪০ কিমি । বুধবার সন্ধ্যায় শুরু হওয়া ঝড় চলেছে একটানা ৪ ঘণ্টা । শুধু ঝড় নয়, প্রচণ্ড বৃষ্টিতে নাজেহাল অবস্থা ব্যারাকপুরের বাসিন্দাদের । নিচু এলাকা গুলোয় অন্তত হাঁটু সমান জল দাঁড়িয়ে গেছে । জল ঢুকেছে বিভিন্ন বাড়ির ঘরের ভিতরে । বীজপুর থেকে বরানগর সর্বত্রই প্রকৃতির তাণ্ডবে কার্যত দিশেহারা ব্যারাকপুর শিল্পাঞ্চলের বাসিন্দারা ।
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর বারাসাত রোডে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল মোটা গাছ । সুপার সাইক্লোন আমফান চলার সময় এই দুর্ঘটনা ঘটেছে । ব্যারাকপুর বারাসাত রোডের দেবপুকুর ও বড় কাঠালিয়া মোড়ের মধ্যবর্তী স্থানে এই ঘটনাটি ঘটে । যার জেরে আটকে পড়ে ওই রাস্তা । গাড়ির উপর গাছ ভেঙে পড়লেও হতাহতের কোন খবর নেই । জানা গেছে চার চাকা গাড়িটি ব্যারাকপুরের দিক থেকে বারাসাতে যাচ্ছিল । ওই গাড়িতে চালক একাই ছিল, অন্যকোন যাত্রী ছিল না । বরাত জোরে প্রাণে বেঁচে যান ওই চার চাকা গাড়ির চালক । গাড়ির উপর গাছ পড়ার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বেরিয়ে আসেন চালক । বৃহস্পতিবার সকালে ক্রেন নিয়ে এসে গাড়ির উপর থেকে গাছটি সরানোর চেষ্টা করছে প্রশাসন ।
জানা গেছে ব্যারাকপুর বারাসাত রোডের বিভিন্ন জায়গায় গাছ পড়ে রাস্তা আটকে রয়েছে । রাস্তা পরিষ্কার করতে তৎপর প্রশাসন । চলছে রাস্তা পরিষ্কার করার কাজ । প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড উত্তর ২৪ পরগনা জেলা । জেলার শিল্প শহর উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর । সুপার সাইক্লোন আমফানের সতর্ক বার্তা ছিলই ব্যারাকপুর শহরে । গঙ্গা তীরবর্তী ব্যারাকপুর মহকুমায় ৫ ঘণ্টা তাণ্ডব চালিয়েছে আমফান । তান্ডবের দৃষ্টান্ত দেখলে চোখ কপালে উঠতে বাধ্য ।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেট দপ্তরের গেট ভেঙে পড়েছে, বোর্ড দুমড়ে মুচড়ে একাকার, মঙ্গল পান্ডে উদ্যানের বোর্ড ভেঙে পড়েছে, বি এন বসু মহকুমা হাসপাতালের সামনে ভেঙে পড়েছে বড় গাছ । ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস বলেন, “এত বড় ঝড়ের তান্ডব বিগত দিনে আমরা দেখিনি । লন্ডভন্ড অবস্থা । পুরসভার কর্মীরা বিভিন্ন ওয়ার্ডে কাজ করছে । চারদিকে বিদ্যুতের তার ছিঁড়ে বস্তায় পড়েছে । একজন মহিলা মারা গেছেন ।”

Related Articles

Back to top button
Close