fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণবাংলাদেশহেডলাইন

বাংলাদেশে করোনায় আরও ২৯ জনের মৃত্যু, আক্রান্ত ৩২৮৮

যুগশঙ্খ প্রতিবেদন, ঢাকা:  বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১ হাজার ৯৯৭ জন কোভিড রোগী মারা গেলেন। এই সময়ে ৩ হাজার ২৮৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। শনিবার বিকেলে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ঘণ্টায় ১৩ হাজার ৮৭১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পূর্বের নমুনাসহ ১৪ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ২৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ।

 

 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২৯ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২১ জন ও নারী ৮ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ৯৯৭জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা এক হাজার ৫৮৭ আর নারী ৪১০ জন। নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭৩ জন। এ পর্যন্ত সুস্থ ৭০ হাজার ৭২১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ২৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৫ শতাংশ। তিনি বলেন, এ পর্যন্ত ঢাকা বিভাগে এক হাজার ৪১ জন, চট্টগ্রামে ৫২১ জন, রাজশাহীতে ১০১ জন, সিলেটে ৮৪ জন, রংপুরে ৫৩ জন খুলনায় ৮২ জন, বরিশালে ৬৭ জন এবং ময়মনসিংহে ৪৮ মারা গেছেন।

Related Articles

Back to top button
Close