fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

করোনা আক্রান্তের জেরে বন্ধ করা হল কান্দি মহকুমা হাসপাতালের HDU, CCU ইউনিট

কৌশিক অধিকারী, কান্দিঃ করোনা আক্রান্তের জেরে বন্ধ করা হল মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালের HDU CCU ইউনীট। বুধবার সকাল থেকে বন্ধ করা হল এই বিভাগ।

কান্দি মহকুমা হাসপাতালে ভিন রাজ্যে থেকে আসা পরিযায়ী শ্রমিকরা তাদের লালারস নমুনা সংগ্রহ করা হয় এবং তারপরে সেই নমুনা সংগ্রহ করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। যে সদস্য নমুনা সংগ্রহ করে নিয়ে যান তার পরিবারের এক সদস্য জ্বর নিয়ে কান্দি মহকুমা হাসপাতালের CCU HDU-তে চিকিৎসাধীন ছিলেন এবং তার লালারস নমুনা সংগ্রহ করা হয় এবং করোনা পজেটিভ পাওয়া যায়। অবশেষে বুধবার সকালে তাকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা জন্য । বুধবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতাল CCU।

Related Articles

Back to top button
Close