fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণবাংলাদেশহেডলাইন

বাংলাদেশে করোনাভাইরাস কেড়ে নিল আরও ২২ জনের প্রাণ, নতুন আক্রান্ত ১৫৪১

যুগশঙ্খ প্রতিবেদন, ঢাকা: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ২২ জন মারা গেছেন। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ৫৪৪ জনে দাঁড়াল। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ ও ২ জন নারী। ১০ জন ঢাকা, ১০ জন চট্টগ্রাম ও ২ জন সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন। ২১ জন হাসপাতালে এবং অন্যজন নিজ বাসায় মারা যান।

 

 

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪১ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৮ হাজার ২৯২ জনে। বুধবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৪৩টি নমুনা সংগ্রহ এবং ৮ হাজার ১৫টি পরীক্ষা করা হয়েছে। মোট ৪৮টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।

 

 

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৩৪৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৭ হাজার ৯২৫ জন প্রাণঘাতি এই ভাইরাস থেকে সেরে উঠলেন। বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

Related Articles

Back to top button
Close