করোনার জেরে এবছর হচ্ছে না পিয়ালীর ২৫ বছরের পুরনো রাসমেলা

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগনা: করোনা সংক্রমণের কারণে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পিয়ালী রেলস্টেশনে কাছে ঐতিহ্যবাহী রাসমেলা হবে না এবছর। সরকারি বিধি মেনে কেবল রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে পুজো হবে এই কথা জানিয়েছেন মন্দির পরিচালন কমিটির সদস্য নন্দ গায়েন। ২৫ বছরের পুরনো এই রাসমেলাকে ঘিরে প্রতিবছরই মেতে উঠত মানুষ। তবে এবার করোনার কারণে বন্ধ রাসমেলা। ফলে মন খারাপ পিয়ালীবাসীর। রাস উৎসবকে কেন্দ্র করে সার্কাস বসত। মেলায় বিলুপ্ত হতে চলা হাতের পুতুল নাচ থেকে শুরু করে হরেকরকম বিনোদনের সম্ভার থাকত। খাবারের দোকান থেকে শুরু করে মণিহারা সমগ্র গাছগাছালিও পাওয়া যেত।
মেলায় পরিচালন কমিটির সদস্য নন্দ গায়েন বলেন, ‘রাধাকৃষ্ণের জন্য আলাদা থাকে পুজোর পোশাক। তিনদিন ধরনের পুজো হয়। বাড়ির সকল সদস্যকে মাঠে উপস্থিত হতে হয়। পুজোকে কেন্দ্র করে গভীর রাত থেকে আতশবাজি ফাটানোর মেতে উঠত মানুষ। কিন্তু এবার সব বন্ধ। কেবলমাত্র পুজোর মাধ্যমে শেষ হবে রাস উৎসব’।
আরও পড়ুন: ফের শোকস্তব্ধ ফুটবল দুনিয়া, প্রয়াত সেনেগালের ফুটবলার পাপা দিওপ
স্থানীয় বাসিন্দা বলেন, ‘মেলার মূল আকর্ষণ ছিল সার্কাস। এবার মেলা বন্ধ হয়ে যাওয়ার কারণে সার্কাস বসছে না। এর ফলে অনেক ব্যবসায়ী বিপদে পড়ে অনেকে কাজ চলে গিয়েছে। অনেকেই অর্থনৈতিক বিপর্যয় তাদের অনেকের মেলার দোকান সাজিয়ে লাভের মুখ দেখবে বলে আশা করেছিল। মেলা হবে না জেনে তাদের মাথায় হাত’।