fbpx
আন্তর্জাতিকবাংলাদেশহেডলাইন

বাংলাদেশে আরও ১৬ জনের মৃত্যু, প্রাণহানি ৩০০ ছাড়াল

যুগশঙ্খ প্রতিবেদন, ঢাকা: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১৪ জনে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৩০ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ২০ হাজার ৯৯৫। এ ছাড়া নতুন করে ২৩৫ জনসহ মোট ৪ হাজার ১১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

 

শনিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৮২টি নমুনা পরীক্ষা করে ৯৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৬ জন। তারা সবাই পুরুষ। আর এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২৩৫ জন। ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে বিভাগে ১২ জন। চট্টগ্রামে ২ জন ও রংপুরে ২ জন।

 

 

তিনি আরও জানান, ঢাকা বিভাগের মধ্যে শুধু ঢাকা সিটিতে মারা গেছেন ৭ জন। ঢাকা জেলায় মারা গেছেন ২ জন। এছাড়া গাজীপুর, নরসিংদী ও মুন্সীগঞ্জে একজন মারা গেছেন।

Related Articles

Back to top button
Close