এবার দুর্গাপুজোয় সোনার প্রতিমা দেখা যাবে না জয়পুর রাজবাড়ীতে, ঘোষণা রাজবাড়ীর

অভিজিৎ চৌধুরী, জয়পুর: ১৮৬৮ সালে জয়পুর রাজপরিবারের সপ্তম পুরুষ রাজা কাশীনাথ সিং বেনারসের কনকমন্দিরের আদলে তৈরী করেন সোনার প্রতিমা ও রূপার চালচিত্র, এবার করোনা আবহে সাধারনের জন্য সোনার প্রতিমা দর্শনের ব্যবস্থা থাকছে না রাজপরিবার সূত্রে জানা গেছে।
রাজা কাশীনাথ সিংএর আমলে দুর্গাপুুজোর সময় প্রদীপ থেকে মন্দিরে আগুন লাগে। পরে রাজা কাশীনাথ সিং স্বপ্নাদেশ পেলে বেনারসের কনকমন্দিরের আদলে বেনারসের স্বর্ণকারদের দিয়ে দেড় কেজি সোনা ও মণিমাণিক্য দিয়ে দুর্গা প্রতিমা ও ষাটকেজি রূপা দিয়ে চালচিত্র তৈরী করেন। দেড়শ বছর ধরে এলাকার মানুষ সহ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা কলকাতার মানুষ দেখতে আসেন এই দুর্গা প্রতিমা।
এবার অতিমারিতে আর দর্শন হবে না কারও। দেড়শ বছর ধরে চলে আসা দর্শন আর কখনও বন্দ্ধ হয়েছে বলে মনে করতে পারছে না কেউ। এমনকি রাজপরিবারের ইতিহাসে তাদের জানা নেই বলে জানা গেছে।
রাজপরিবারের অন্যতম সদস্য শংকরনারায়ণ সিং দেও এক বিবৃতিতে জানিয়েছেন কোভিড ১৯ পরিস্থিতিতে এবার সোনার প্রতিমা দর্শণ বন্দ্ধ রাখা হচ্ছে।