fbpx
কলকাতাহেডলাইন

করোনা আতঙ্কের মধ্যেই শহরে ডেঙ্গুর বলি এক কিশোর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিন যত এগোচ্ছে করোনার প্রকোপ ততই বাড়ছে শহর কলকাতায়। এবার করোনা আতঙ্কে মধ্যেই ডেঙ্গুর থাবা। শহরে ডেঙ্গুর বলি এক কিশোর। মঙ্গলবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বারো বছরের ওই কিশোরের। জানা গিয়েছে, ফয়জান আহমেদ নামে ওই কিশোর পার্ক সার্কাস এলাকার বাসিন্দা। কয়েকদিন ধরেই তাঁর শরীরে ডেঙ্গুর একাধিক উপসর্গ ছিল।

সোমবার পরিস্থিতির অবনতি হতে শুরু করে। এরপরই তাঁকে ভরতি করা হয় ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে। ইমারজেন্সিতে শুরু হয় তাঁর চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হলো না এদিন। এই মৃত্যুর খবরই কলকাতাবাসীর আতঙ্ক বাড়িয়েছে কয়েকগুণ। একে করোনা তার উপর ডেঙ্গু, জোড়া ফলা থেকে বাঁচার উপায় খুঁজছেন শহরবাসী।

প্রসঙ্গত, এর আগেও চলতি বছরে কলকাতার অশোকনগরের বাসিন্দা এক প্রৌঢ়ের মৃত্যও হয়েছিল ডেঙ্গুতে। তবে শুধু ডেঙ্গু নয়, সেই প্রৌঢ়ের শরীরে মিলেছিল করোনার জীবাণু।

Related Articles

Back to top button
Close